সুপারভাইজার- ভবিষ্যত লিডার

Minimum qualifications:

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বমোট জিপিএ ৮ এর বেশি থাকতে হবে।

সহশিক্ষা কার্যক্রমঃ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক, বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা। 

টেকনিক্যাল অভিজ্ঞতাঃ মাইক্রোসফট ওয়ার্ড-এক্সেল ব্যবহার করতে পারা। ইমেইল লেখা ও পাঠানো।

Preferred qualifications:

শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএ উত্তীর্ণ/অধ্যয়ণরত। ম্যানেজমেন্টে মেজর করা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

সহশিক্ষা কার্যক্রমঃ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত অবস্থায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা থাকতে হবে। 

টেকনিক্যাল অভিজ্ঞতাঃ মাইক্রোসফট অফিস, ইমেইল, ইন্টারনেট ব্যবহারে ১-২ বছরের অভিজ্ঞতা।

About the job:

সুপারভাইজার পোস্টটি লিডারশিপ ডিপার্টমেন্ট এর সবচেয়ে ছোট পোস্ট হলেও এর গুরুত্ব অনেক। প্রতিদিন একজন সুপারভাইজার প্রতিষ্ঠানের সম্পুর্ণ উৎপাদন ব্যবস্থায় সরাসরি কাজ করে ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বেই ছোট ও মাঝারি টিম তাদের কাজের সফলতা অর্জন করেন । এজন্য এই পদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সেলফ মোটিভেটেড ও প্রমিসিং হতে হয়।

প্রতিদিন নিজ দায়িত্বে প্রোডাকশন ম্যানেজারের নিকট থেকে দৈনিক টার্গেট নিয়ে কর্মীদের মাঝে বন্টন করায় অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। এরপরে নির্দিষ্ট সময়ে কাজ সরবরাহ করার সময় নিয়মানুবর্তিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সারাদিনে উৎপাদন কাজে যখন অনেকের সাথে যোগাযোগ করতে হবে, তখন নিজেকে পজেটিভ উপায়ে উপস্থাপন করা ও সুন্দর বাচন ভঙ্গি দিয়ে জয় করে নিতে হবে অন্যের আস্থা ও বিশ্বাস। শুধু কর্পোরেট ই নয়, যে কোন যোগাযোগে বিনয় হতে পারে একটি গুরুত্বপূর্ণ ইলিমেন্ট। আমরা আমাদের সুপারভাইজার থেকে সেরকমই আশা করি।

যখন কোন ব্যক্তি কোম্পানির সকল কাজে নিজের ওউনারশিপ প্রতিষ্ঠিত করতে পারে, তখন সে কাজটি হয় সবচেয়ে ভালো। আমরা আমাদের সুপারভাইজারকে কাজ করার সম্পুর্ণ স্বাধীনতা দেই এবং যার ফলশ্রুতিতে আমাদের প্রতিদিনের টার্গেট অনায়াসেই পূরণ হয়ে যায়।

সারাদিন কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে ছোট খাট সিদ্ধান্ত নিতে হবে। কোন কর্মী কাজ করতে অপারগ হলে তার স্থলে অন্য একজনকে দ্রুত রিপ্লেস করে কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে নিজের মধ্যে সিদ্ধান্ত নেয়ার সৎসাহস গড়ে তুলতে হবে।

এত কিছুর পরে সুপারভাইজার হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ- তা হল রিপোর্টিং। প্রতিদিন কাজ শেষে প্রো-এক্টিভলি কারো কোন প্রকার ফলোআপ ছাড়াই আপনি নিজ দায়িত্বে প্রোডাকশন ম্যানেজারের নিকট রিপোর্ট সাবমিট করবে। উপরোস্থ কর্মকর্তার ফলোআপ ছাড়াই যদি আপনি কাজ করতে পারেন, তবে সেটা হবে আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট।

আপনি যদি মনে করেন আমাদের সুপারভাইজারের কাজ গুলো করতে পারবেন এবং আপনার মধ্যে উপরেল্লিখিত গুণসমূহ বিদ্যমান রয়েছে কিংবা আপনি কাজের মধ্য দিয়ে এ গুণগুলো অর্জন করে নিজেকে একজন নিকট ভবিষ্যতে সফল কর্পোরেট লিডার হিসেবে গড়ে তুলতে চান, তবে আজই আমাদের সুপারভাইজার পোস্টে আবেদন করুন!

Responsibilites:

১. ৬-১০ জন কর্মীর একটি ছোট দলকে পরিচালনা করা।

২. সহকারী সুপারভাইজারকে সাথে নিয়ে প্রতিষ্ঠানের দৈনিক উৎপাদন কার্যে অংশগ্রহণ করা।

৩. প্রতিদিন অধীনস্থ কর্মীদের কাজের টার্গেট দেয়া ও সেই টার্গেট আদায় করা।

৪. উর্ধতন কর্মকর্তাদের নিকট নিয়মিত রিপোর্ট পাঠানো।

৫. অধীনস্থ কর্মীদের মাসিক পারফরম্যান্স নির্ধারনে মানবসম্পদ ব্যবস্থাপকের সাথে কাজ করা

Salary:

মাসিক ৮০০০-১২০০০/- (অভিজ্ঞতার উপরে নির্ভরশীল)

অন্যান্য সুবিধা।

Want to Apply?