fbpx

২০১৪ সালের ১৮ ই অক্টোবর থেকে বিপিও কোম্পানি মার্কেটিকের যাত্রা শুরু হয়। মাত্র ৩ জন নিয়ে তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলামের হাতে প্রতিষ্ঠিত হয় এ কোম্পানি। বর্তমানে সারাদেশ থেকে ২৫ জন কর্মী কর্মরত রয়েছেন আমাদের প্রতিষ্ঠানে।

প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় শতাধিক ক্লায়েন্টকে ডিজিটাল মার্কেটিং, ওয়াব ডিজাইন, এসইও এবং এডমিন কাজে সহায়তা করেছি। আমাদের এ সহযোগী মনোভাবের কারনে ক্লায়েন্টদের পছন্দের তালিকায় আমরা সব সময় শীর্ষস্থান দখল করে আছি।

এদেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও তাঁদের ক্যারিয়ার উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা। করোনাকালের পর থেকে আমাদের সকল কাজ অনলাইন নির্ভর করেছি যাতে করে আমাদের কর্মীরা বাসায় বসে আমাদের কাজের পাশাপাশি তাঁদের পরিবারকে সময় দিতে পারে।

মার্কেটিকে অনলাইন ক্যারিয়ার গঠনের জন্য আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি!

 

Scroll to Top